পড়াশোনাবিজ্ঞান

বিকৃতি কত প্রকার এবং কি কি?

1 min read

বিকৃতি কত প্রকার কি কি?

বিকৃতি তিন প্রকার।

যথা-

1) দৈর্ঘ্য বিকৃতি

2) আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি

3) আয়তন বিকৃতি।

1) দৈর্ঘ্য বিকৃতিঃ বাহ্যিক বল প্রয়োগের ফলে কোন বস্তুর দৈর্ঘ্য পরিবর্তিত হলে তাকে দৈর্ঘ্য বিকৃতি বলে। বস্তুর একক দৈর্ঘ্যের পরিবর্তনের পরিমাণ দিয়ে দৈর্ঘ্য বিকৃতি পরিমাপ করা হয়।

2) আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতিঃ বল প্রয়োগের ফলে যদি কোন বস্তুর আকারের পরিবর্তন ঘটে, তবে তাকে আকার বা কৃন্তন বিকৃতি বলে। আকার পরিবর্তনে সৃষ্ট কৌণিক বিচ্যুতি দ্বারা আকার বিকৃতি পরিমাপ করা হয়।

3) আয়তন বিকৃতিঃ বল প্রয়োগের ফলে যদি বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে তবে আয়তন বিকৃতি বলে এবং একক আয়তনের আয়তন পরিবর্তন দ্বারা আয়তন বিকৃতি পরিমাপ করা হয়।

5/5 - (3 votes)
admin

Leave a Comment

x