সাধারণ জ্ঞান

পদাতিক সৈন্য কে কি বলে?

1 min read

পদাতিক সৈন্যকে ইংরেজিতে Infantryman বলে।

পদাতিক সৈন্য কে কি বলে? এরকম প্রশ্ন আমার মতে হয় না। অনলাইন ঘেঁটেও এই প্রশ্ন বা প্রশ্নের উত্তর পাইনি!

তবে আপনি যদি এই প্রশ্ন খুঁজেন  ” পদাতিক সৈন্য কাকে বলে?” তাহলে উত্তর টি হবে এমনঃ

পায়ে হেঁটে যু*দ্ধ করবার নিমিত্ত সৈন্যকে “পদাতিক সৈন্য” বলে।

পদাতি, পদাতিক   /বিশেষ্য পদ/ পায়ে হেঁটে যু*দ্ধ করবার নিমিত্ত সৈন্য, পাইক।

ফেসবুকে একজনের মন্তব্য: পদাতিক সৈন্য কে রেগুলার ফোর্স ( নিয়মিত সরিসৃপ সৈনিক) বলে!

5/5 - (2 votes)
admin

Leave a Comment

x