বিরল তথ্য

স্নো আউলস বা তুষার পেঁচা

1 min read

স্নো আউলস বা তুষার পেঁচা

তুষার পেঁচা, হচ্ছে স্ট্রিগিডি পরিবারের একটি বড় প্যাঁচার প্রজাতি। পেঁচা প্রজাতির অন্যতম বড় এই পেঁচা শুধুমাত্র উত্তর মেরু, উত্তর আমেরিকা, উত্তর এশিয়া আর ইউরোপের বরফ ঢাকা এলাকায় দেখা যায়। প্রায় ৫২-৭১ সেন্টিমিটার লম্বা এই পেঁচার ডানার দৈর্ঘ্য ১২৫-১৫০ সেন্টিমিটার আর ওজন ১.৬ থেকে ৩ কেজি হতে পারে।

তথ্য: Wikipedia

বাড়তি

“স্নো আউলস” হলো এমন একমাত্র প্রাণী যা মাত্র ০.৫ সেন্টিমিটার উচ্চতায় উড়তে পারে এবং এই উচ্চতা বজায় রাখতে পারে! এই তথ্যটি শুধু মাত্র নিচে দেওয়া দুটি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ভালো সোর্স পাওয়া যায়নি।

তথ্য সুত্র: আমেরিকাস বেস্ট পিক and  9GAG

5/5 - (4 votes)
admin

Leave a Comment

x