News

মোবাইল ফোন ছিনতাই করে পালাতে গিয়ে গুলশান লেকে ডুবল ছিনতাইকারী

1 min read

মোবাইল ফোন ছিনতাই করে পালাতে গিয়ে ছিনতাইকারী গুলশান লেকে ডুবে গেছেন।

আজ বৃহস্পতিবার (৬ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৩ এর কর্মকর্তা শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান , আজ সকালে মোবাইল ছিনতাই করে পালাতে গিয়ে পানিতে লাফ দেয় চোর। কিছুদূর সাঁতার কাটার পর সে পানিতে ডুবে যায়।

তিনি এ বিষয়ে আরও বলেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।

বারিধারা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি ​​অফিসার জানান, একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।

5/5 - (3 votes)
admin

Leave a Comment

x