ছাত্রদের বক্তব্য Archives - Update Bangladesh https://update.com.bd/tag/ছাত্রদের-বক্তব্য The Updates of Bangladesh Wed, 07 Feb 2024 05:31:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://update.com.bd/wp-content/uploads/2024/02/cropped-IMG_20240204_073441_072-32x32.jpg ছাত্রদের বক্তব্য Archives - Update Bangladesh https://update.com.bd/tag/ছাত্রদের-বক্তব্য 32 32 ছাত্রদের বিদায় অনুষ্ঠানে ছাত্রদের বক্তব্য https://update.com.bd/7227 https://update.com.bd/7227#respond Wed, 07 Feb 2024 05:31:05 +0000 https://update.com.bd/?p=7227 বন্ধুরা আজকে তোমাদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের বক্তব্যনিয়ে লিখলাম আশা করি তোমাদের উপকারে আসবে । এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীর বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম । আমি আমার বিদায়ী বক্তব্যেরশুরুতেই মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি,সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠী ও সম্মানিত সুধীজন সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা ওভালোবাসা । আজকের ... Read more

The post ছাত্রদের বিদায় অনুষ্ঠানে ছাত্রদের বক্তব্য appeared first on Update Bangladesh.

]]>
বন্ধুরা আজকে তোমাদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের বক্তব্য
নিয়ে লিখলাম আশা করি তোমাদের উপকারে আসবে ।

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীর বক্তব্য

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম । আমি আমার বিদায়ী বক্তব্যের
শুরুতেই মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি,
সম্মানিত শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠী ও সম্মানিত সুধীজন সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা ও
ভালোবাসা ।

আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবেই বেদনাবিধুর, দীর্ঘ সময়ের পড়াশোনার পাঠ
চুকিয়ে আমরা আজ দীর্ঘদিনের প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে বিদায় নিতে যাচ্ছি ।

তবে এই বিদায় একদিকে যেমন বেদনার তেমনি অন্যদিকে সম্ভাবনার । কারণ এই চলে যাওয়া
সামনের আরো উচ্চতর শিক্ষার হাতছানির ডাকে নিজেকে আরো যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য
এগিয়ে যাওয়া ।

আজকের দিনটিতে আমার মনে পড়ছে এই তো সেদিন আমরা নবীন ছিলাম, আমাদেরকে বরণ করার
জন্য যেনো সাজ সাজ রবে ভরে উঠেছিলো বিদ্যালয়ের প্রাঙ্গণ ।

স্কুলের বিদায় অনুষ্ঠানের বক্তব্য

আমাদের সম্মানিত শিক্ষকেরা যে সুন্দর স্বপ্ন আমাদের দেখিয়েছেন মানুষের মতো মানুষ
হয়ে দেশসেবায় নিয়োজিত হতে পারি সেই স্বপ্নের মর্যাদা আমরা আমাদের হৃদয়ে বহন করছি

যেনো এই বিদ্যালয় ও শিক্ষকদের সম্মান রাখতে পারি তাঁর জন্য সকলের কাছে আকুল
চিত্তে দোয়া চাইছি । আপনারা আমাদের প্রার্থনায় রাখবেন ।

আমরা যারা সহপাঠী রয়েছেন, যারা অনুজ ভাই বোন রয়েছেন তাঁদের সাথে দীর্ঘদিনের
স্মৃতি সহজেই ভুলে যাবার নয় । সকলের প্রতি আমার ভালোবাসা ও শুভ কামনা ।

পরিশেষে আজকের এই বিদায়ের ঘনঘটায় সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ
প্রিয় সহপাঠী ও স্নেহের অনুজ সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার
বক্তব্য শেষ করছি কবি কুমুদরঞ্জন মল্লিকের একটি কবিতার প্রিয় দুটি চরন
দিয়ে- 

হয়তো আমার এ পথে আর হবে নাকো আসা

দুয়ারে যাই রোপন করে বুকের ভালোবাসা ।

ধন্যবাদ সবাইকে ।

ভালো লাগলে ৫ স্টার রেটিং দিন!

ক্রেডিটঃ বাংলা ব্লগ পোস্ট

The post ছাত্রদের বিদায় অনুষ্ঠানে ছাত্রদের বক্তব্য appeared first on Update Bangladesh.

]]>
https://update.com.bd/7227/feed 0