বিদায় অনুষ্ঠান Archives - Update Bangladesh https://update.com.bd/tag/বিদায়-অনুষ্ঠান The Updates of Bangladesh Wed, 19 Feb 2025 07:01:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://update.com.bd/wp-content/uploads/2024/02/cropped-IMG_20240204_073441_072-32x32.jpg বিদায় অনুষ্ঠান Archives - Update Bangladesh https://update.com.bd/tag/বিদায়-অনুষ্ঠান 32 32 বিদায় অনুষ্ঠানের কবিতা আবৃত্তি https://update.com.bd/7265 https://update.com.bd/7265#respond Fri, 09 Feb 2024 06:15:55 +0000 https://update.com.bd/?p=7265 আজকের এই পোস্ট এ আমি এআই’এর সাহায্য নিয়ে কিছু ভালো বিদায়ী কবিতা লিখেছি যেগুলো আপনারা আপনাদের “স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা” অথবা “বিদায় অনুষ্ঠানের কবিতা আবৃত্তি” হিসেবে বলতে পারবেন।  বিদায় অনুষ্ঠানের কবিতা ১ “বিদায়ের সুর” বিদায়ের সুর বাজে হৃदयতলে,আঁখিজলে ভাসে স্মৃতির গহনে।এই আঙিনায় ছিলাম আমরা,হাসি-কান্নায় কেটেছে দিন যেথা। শিক্ষকের স্নেহ, বন্ধুর হাত,সবই ছিল অমূল্য প্রাপ্তি।বিদায় বেলা, ... Read more

The post বিদায় অনুষ্ঠানের কবিতা আবৃত্তি appeared first on Update Bangladesh.

]]>
আজকের এই পোস্ট এ আমি এআই’এর সাহায্য নিয়ে কিছু ভালো বিদায়ী কবিতা লিখেছি যেগুলো আপনারা আপনাদের “স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা” অথবা “বিদায় অনুষ্ঠানের কবিতা আবৃত্তি” হিসেবে বলতে পারবেন। 

বিদায় অনুষ্ঠানের কবিতা ১

“বিদায়ের সুর”

বিদায়ের সুর বাজে হৃदयতলে,
আঁখিজলে ভাসে স্মৃতির গহনে।
এই আঙিনায় ছিলাম আমরা,
হাসি-কান্নায় কেটেছে দিন যেথা।

শিক্ষকের স্নেহ, বন্ধুর হাত,
সবই ছিল অমূল্য প্রাপ্তি।
বিদায় বেলা, মনে রাখো,
শত বাধা পেরিয়ে যাবে তুমি।

নতুন পথের নতুন ডাকে,
হাল ছেড়ো না, থেকো চেতনে।
এই বিদায় নয় চিরতরে,
স্মৃতি রবে অন্তরের কোণে।


বিদায় অনুষ্ঠানের কবিতা ২

“শিক্ষাঙ্গন বিদায়”

স্কুলের আঙিনা, সিঁড়ির ধাপে,
বন্ধুরা ছিল পাশে পাশে।
হাসি-গানে কেটেছে জীবন,
আজ বিদায়ের বিষাদ আসে।

শিক্ষকদের ভালোবাসা পেলে,
সত্য-পথের আলোক পেলাম।
আজকে যাবো দূর পৃথিবীতে,
তবু হৃদয়ে স্মৃতি রবে প্রিয় মম।

পথচলা যেন সফল হয়,
ভালোবাসা থাকুক অটুট।
এই বিদায় যেন হয় নতুন সূচনা,
স্বপ্নপথে চলার অভ্যুত্থান।


বিদায় অনুষ্ঠানের কবিতা ৩

“বিদায়, তবু দেখা হবে”

বিদায় বলি, তবু দেখা হবে,
স্মৃতির পাতায় রবে আলো জ্বলে।
এই প্রাঙ্গণে কাটলো জীবন,
তোমাদের সাথে, এই হৃদয় মেলে।

হাসি, খেলা, পড়ার বাঁধন,
মনে গেঁথে থাকবে চিরকাল।
বিদায় মানে নয় যে শেষ,
নতুন পথের নতুন কাল।

তোমরা থেকো আলো হয়ে,
জগত হবে তোমাদের আপন।
আমরা রইবো মনে-প্রাণে,
এই বন্ধনে চিরকাল বদ্ধ।


বিদায় অনুষ্ঠানের কবিতা ৪

“বিদায়ের ফুল”

বিদায়ের দিনে করেছ কি ভাবনা?
কত স্মৃতি পড়ে রবে এখানে।
হাজার সুখ, হাজার স্মৃতি,
হৃদয়ে থাকবে অবিচল থরে থরে।

শিক্ষকগণ দিলেন জ্ঞান,
সততার পথ দেখালেন তাঁরা।
আজ আমরা চলবো বহুদূর,
তবু স্মৃতি রবে আমাদের সাথা।

সফলতার পথে চলবো সবাই,
শপথ নিলাম আজকের দিনে।
বিদায় বন্ধু, বিদায় প্রাঙ্গণ,
স্মৃতির ছবি রবে হৃদয় কোণে।


বিদায় অনুষ্ঠানের কবিতা ৫

“বন্ধুত্বের শেষ দিন”

একসঙ্গে চলেছি কতো দিন,
পড়ার টেবিল, স্কুলের মাঠ।
আজ বিদায় বেলা এল বলে,
আঁখি জলে হৃদয় ভাসে।

বন্ধুরা যাবে, পথ আলাদা,
তবু হৃদয় রবে কাছাকাছি।
এই বন্ধন মুছবে না কভু,
স্মৃতির পাতায় থাকবো চিরকাল।

নতুন জীবনের নতুন পথে,
সফল হও সবাই প্রাণভরে।
বিদায় বলি, তবু জানি,
এ সম্পর্ক রবে চিরন্তনে।

শেষ কথা: পোস্ট টি ভালো লাগলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন। – ধন্যবাদ

The post বিদায় অনুষ্ঠানের কবিতা আবৃত্তি appeared first on Update Bangladesh.

]]>
https://update.com.bd/7265/feed 0
ছাত্রদের বিদায় অনুষ্ঠানে ছাত্রদের বক্তব্য https://update.com.bd/7227 https://update.com.bd/7227#respond Wed, 07 Feb 2024 05:31:05 +0000 https://update.com.bd/?p=7227 এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীর বক্তব্য বন্ধুরা আজকে তোমাদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের বক্তব্যনিয়ে লিখলাম আশা করি তোমাদের উপকারে আসবে । ছাত্রদের বিদায় অনুষ্ঠানে ছাত্রদের বক্তব্য ১ সম্মানিত শিক্ষকগণ, প্রিয় বন্ধুরা ও ছোট ভাই-বোনেরা, আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের জন্য আনন্দ ও বেদনার এক মিলনক্ষেত্র। আমাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হচ্ছে, কিন্তু ... Read more

The post ছাত্রদের বিদায় অনুষ্ঠানে ছাত্রদের বক্তব্য appeared first on Update Bangladesh.

]]>
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীর বক্তব্য

বন্ধুরা আজকে তোমাদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের বক্তব্য
নিয়ে লিখলাম আশা করি তোমাদের উপকারে আসবে ।

ছাত্রদের বিদায় অনুষ্ঠানে ছাত্রদের বক্তব্য ১

সম্মানিত শিক্ষকগণ, প্রিয় বন্ধুরা ও ছোট ভাই-বোনেরা,

আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের জন্য আনন্দ ও বেদনার এক মিলনক্ষেত্র। আমাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হচ্ছে, কিন্তু এখানকার স্মৃতি আমাদের হৃদয়ে চির অমলিন থাকবে।

এই বিদ্যালয় আমাদের শুধু পাঠ্যজ্ঞান দেয়নি, বরং আমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে। আমাদের প্রিয় শিক্ষকগণ শুধুমাত্র বইয়ের জ্ঞান দেননি, তারা আমাদের জীবনের সঠিক পথ দেখিয়েছেন।

আজ আমরা নতুন পথে যাত্রা শুরু করছি, কিন্তু এই বিদ্যালয় আমাদের মনের গভীরে চিরকাল থাকবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের জীবনের লক্ষ্য অর্জন করবো এবং এই বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবো।

সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ধন্যবাদ।


ছাত্রদের বিদায় অনুষ্ঠানে ছাত্রদের বক্তব্য ২

প্রিয় শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা,

আজকের এই মুহূর্ত আমাদের জীবনের স্মরণীয় একটি অধ্যায়। আমাদের শিক্ষাজীবনের এক বিশেষ যাত্রা আজ শেষ হচ্ছে, কিন্তু এখানকার স্মৃতি আমাদের মনে চিরকাল রয়ে যাবে।

আমরা এখানে শুধু পড়াশোনা করিনি, আমরা শিখেছি কীভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাদের শুধু বইয়ের জ্ঞান দেননি, তারা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে মূল্যবান শিক্ষা দিয়েছেন।

প্রিয় বন্ধুরা, আমরা হয়তো আজ বিদায় নিচ্ছি, কিন্তু আমাদের বন্ধন চিরস্থায়ী। আমরা সবাই যেন ভবিষ্যতে সফল হতে পারি এবং এই বিদ্যালয়ের গর্ব হতে পারি, সেই প্রার্থনা করছি।

সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ধন্যবাদ।

শেষ কথা: 

আশাকরি, আজকের আর্টিকেল টি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে ৫ স্টার রেটিং দিন!

The post ছাত্রদের বিদায় অনুষ্ঠানে ছাত্রদের বক্তব্য appeared first on Update Bangladesh.

]]>
https://update.com.bd/7227/feed 0
স্কুলের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য https://update.com.bd/7219 https://update.com.bd/7219#respond Wed, 07 Feb 2024 05:23:41 +0000 https://update.com.bd/?p=7219 আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করব ছাত্রদের বিদায় অনুষ্ঠানের শিক্ষকের বক্তব্য নমুনা বক্তব্য নিম্নে উল্লেখ করা থাকবে এটি আপনারা দেখুন আশা করি অনেক ভালো লাগবে নিম্নে বিস্তারিত দেখুন নামাজের সময় হয়েছে কিনা নামাজ পড়ুন। ছাত্রদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য ২০২৪ সালের ‍এসএসসি/Hsc/ Honours/masters ব্যাচের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে ... Read more

The post স্কুলের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য appeared first on Update Bangladesh.

]]>
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করব ছাত্রদের বিদায় অনুষ্ঠানের শিক্ষকের বক্তব্য নমুনা বক্তব্য নিম্নে উল্লেখ করা থাকবে এটি আপনারা দেখুন আশা করি অনেক ভালো লাগবে নিম্নে বিস্তারিত

দেখুন নামাজের সময় হয়েছে কিনা নামাজ পড়ুন।

ছাত্রদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য

২০২৪ সালের ‍এসএসসি/Hsc/ Honours/masters ব্যাচের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ,  উপাধ্যক্ষ,, প্রধান শিক্ষক,  শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সম্মানিতন অভিভাবক বিন্দু ও পরম স্নেহের  বিদায়ী ছাত্র ছাত্রীরা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।

”আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু”

” কত বুক ভাঙ্গা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণ কাঁদিতেছে কোথায়- পথিক! ওগো অভিমানী দূর পথিক! কেহ ভালবাসিল না ভেবে যেন আজো মিছে ব্যথাপেয়ে যেয়োনা,যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। আজ এই প্রিয় প্রতিষ্ঠান থেকে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিদায়ের দিন ।  সময়ের প্রয়োজনে তোমাদের চলে যেতে হচ্ছে বৃহত্তর দিগন্তরের প্রাণে। কালের  কালের আমোঘ নিয়তিতে  এভাবে চলে আসা- যাওয়ার পর্ব। তবু, আমাদের হৃদয়ের আজ অত্যন্ত দুঃখ ভরাক্রন্ত। 

বিদায়, যেন পাতা ঝরা নিঃশব্দ কোনদিন ,,

অভিযাত্রীক,

 এই প্রতিষ্ঠানে তোমাদের যেতে মধুর অনেকগুলো দিন কেটেছে। তোমাদের পদভারে এই প্রাঙ্গণ ছিল মুখরিত। কঠোর অধ্য বসায়, নিরলস শ্রম আন্তরিক আগ্রহের নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ার সাধনার তোমরা সর্বদাই সচেষ্ট ছিলে, আজ ভবিষ্যতের সিঁড়িতে তোমরা যখন প্রজ্ঞার ছায়া ফেলতে চাচ্ছো তখনই বলি…

এই প্রতিষ্ঠানের স্মৃতিময় দিনগুলো আর প্রিয় শিক্ষক-  শিক্ষিকাদের ঐকান্তিক  অবদানের কথা যেন তোমরা ভুলে না যাও।এই বিদ্যানিকেতনের অভিজ্ঞতা ও ঐতিহ্য যেন হয় তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রেরণা। তোমাদের সাথে আমাদের প্রীত্রিময় বন্ধন যেন অটুক থাকে আজীবন।

হে আলোর পথের যাত্রীরা, তোমরা দেশের আগামী দিনের কর্ণধার। তোমাদের অভিজ্ঞতা, অধ্যবসায় ও কর্তব্য নিষ্ঠা, সংযত আচরণ ,বিনম্র মনেবৃত্তি,সুনির্দিষঠ লক্ষ্যাভিসার, গভীর  পাঠানো রাগ তোমাদের দান করুক মহত্ত্বের চারিত্রিক সম্পদ। মনে রেখো, লাখো শহীদের র*ক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীনতা অর্জন। শহীদের র*ক্ত তোমরা বৃথা যেতে দিও না। 

জাতি আজ প্রত্যাশা করে দুঃখ, দারিদ্র অন্ধকার ঘুছিয়ে তোমরা গড়ে তুলবে একটি সমৃদ্ধ বাংলাদেশ। হে বন্ধুরা, প্রত্যেক মানুষের অবশ্য কর্তব্য হলো শিক্ষা গ্রহণ করা। প্রত্যক্ষ মানুষের অবশ্য কর্তব্য হলো শিক্ষা গ্রহণ করা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করতে হয়। অর্জিত জ্ঞানী সত্যি কারের জ্ঞান। পুস্তক সহায়ক শক্তিমাত্র। বিদ্যালয়ে আসে সবাই, আবার চলে যাবে সবাই। জীবনের এই নব দিগন্তরের উদ্দেশ্য তোমাদের এই অভিযাত্রা তোমাদের সামনে সোনালী দিন বয়ে আনুক। 

গুরুজনদের বল উচ্চারিত কিছু বানী আজকের এই দিনে আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই.. 

*কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করবে।

*সকলকে সম্মান করো। বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অচেনা মানুষদেরও। 

*কাউকে দেখামাত্র তার সম্পর্কে ধারণা করে নিও না। একদিনে কাউকে চেনা যায় না।

*যে তোমায় সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না। 

* দুর্নীতিতে কখনো প্রশ্রয় দিও না।

 তোমাদের কর্মনিষ্ঠ, অধ্যবসায় ও পরিশ্রমের ফসল নিয়ে তো মারা আনন্দে উদ্বেলিত হবে, আজকের এই বিদায় অনুষ্ঠানে সেদিনের প্রত্যাশা করছি। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তোমরা সুস্থ থাকো, দীর্ঘ জীবী হও, তোমাদের জীবন আনন্দে ভরে উঠুক। আমাদের  স্মৃতিপটে চির স্মরণীয় হয়ে থাকুক আজকের এই দিনে প্রতিটি ক্ষণ,  প্রতিটি মুহূর্ত। 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

” অতীতেরতীর হয়ে যে  রাত্রে  বহিব, দীর্ঘ শ্বাস,ঝরা বকুলের কান্না ব্যথিবে  আকাশ,সেই ক্ষণে খুঁজে দেখো- কিছু মোর পিছে রহিলো সে তোমার প্রানের প্রান্তে: বিস্মৃতিপ্রদোষে হয়তো দিবে সে যদি, হয়তো ধরিবে কভু নাম- হারার স্বপ্নের মুরতি। 

পরিশেষে প্রাণপ্রিয় সকল ছাত্র- ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে । “ খোদা হাফেজ”

ক্রেডিটঃ prothomit .com

The post স্কুলের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য appeared first on Update Bangladesh.

]]>
https://update.com.bd/7219/feed 0