Table of Contents
- ‘ভূষণ্ডির কাক’ কথাটির অর্থ কি?
- ”এত কাল নদীকূলে; যাহা লয়েছিনু ভুলে; সকলি দিলাম তুলে থরে বিথরে; এখন আমারে লহ করুণা করে”- উদ্ধৃত চরণ কয়টি বরীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
- ‘আবার ফুটছে দেখ কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে’ চরণটি আমাদের কোন গৌরবান্বিত অধ্যায়কে ধারণ করে?
- ‘থরে বিথরে’ শব্দটির অর্থ কী?
- শহরের পথে থরে থরে কি ফুটেছে?
- ”গুড়ে বালি” কথাটির অর্থ কি?
- ‘অরণ্যে রোদন’ কথাটির অর্থ কী?
- ‘ রামগরুড়ের ছানা ‘ কথাটির অর্থ কী?
- থরে বিথরে কথাটির অর্থ কী?
‘ভূষণ্ডির কাক’ কথাটির অর্থ কি?
ক)ষড়যন্ত্রকারী
খ)দীর্ঘপ্রতীক্ষমাণ
গ)দীর্ঘায়ুব্যক্তি
ঘ)অপ্রয়োজনীয় ব্যক্তি
উত্তরঃ গ)দীর্ঘায়ুব্যক্তি
Some Related MCQ and Answers
”এত কাল নদীকূলে; যাহা লয়েছিনু ভুলে; সকলি দিলাম তুলে থরে বিথরে; এখন আমারে লহ করুণা করে”- উদ্ধৃত চরণ কয়টি বরীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক) মানসী
খ) সোনার তরী
গ) বলাকা
ঘ) চিত্রা
উত্তর: খ) সোনার তরী
‘আবার ফুটছে দেখ কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে’ চরণটি আমাদের কোন গৌরবান্বিত অধ্যায়কে ধারণ করে?
ক) ভাষা আন্দোলন
খ) গণ আন্দোলন
গ) অসহোযোগ আন্দোলন
ঘ) স্বাধীনতা আন্দোলন
উত্তরঃ ক) ভাষা আন্দোলন
‘থরে বিথরে’ শব্দটির অর্থ কী?
ক) ব্যবচ্ছেদ করে
খ) সুবিন্যস্ত করে
গ) এলোমেলো করে
ঘ) বিচ্ছিন্ন করে
উত্তর: N/A
শহরের পথে থরে থরে কি ফুটেছে?
ক) বকুল
খ) জারুল
গ) রাধাচূড়া
ঘ) কৃষ্ণচূড়া
উত্তরঃ ঘ) কৃষ্ণচূড়া
”গুড়ে বালি” কথাটির অর্থ কি?
ক) বাতাসে বালি
খ) আশায় নৈরাশ্য
গ) ভালোতে খারাপ
ঘ) গোবরে পদ্মফুল
উত্তরঃ খ) আশায় নৈরাশ্য
‘অরণ্যে রোদন’ কথাটির অর্থ কী?
ক) অবিরাম কান্না
খ) ছিদকাদুনে
গ) বৃথা চেষ্টা
ঘ) বারংবার চেষ্টা করা
উত্তরঃ গ) বৃথা চেষ্টা
‘ রামগরুড়ের ছানা ‘ কথাটির অর্থ কী?
ক) কাল্পনিক জন্তু
খ) গোমড়ামুখো লোক
গ) মুরগি
ঘ) পুরাণোক্ত পাখি
উত্তরঃ খ) গোমড়ামুখো লোক
থরে বিথরে কথাটির অর্থ কী?
ক) কিছু কিছু
খ) ক্রমশ উপরে
গ) একের পর এক
ঘ) স্তরে স্তরে
উত্তর: ঘ) স্তরে স্তরে