সাধারণ জ্ঞান

মূল্যবোধের উৎস কোনটি?

1 min read
মূল্যবোধের উৎস কোনটি?
ক.ধর্ম
খ.রাষ্ট্র
গ.সমাজ
ঘ.নৈতিক চেতনা
ㅤㅤ
উত্তর: ঘ) নৈতিক চেতনা/ আবার অনেক জায়গায় “ক) ধর্ম” কে উত্তর হিসেবে দেওয়া আছে! এটা অনেকটা কনফিউজিং কেউ সঠিক উত্তর জানলে কমেন্ট করবেন প্লিজ।
SATT Academy : ক) ধর্ম
মূল্যবোধের উৎসগুলোর মধ্যে রয়েছে পরিবার, গোষ্ঠী, সমাজ, বিদ্যালয়, বন্ধু বা সঙ্গী-সাথী, আত্মীয়-স্বজন, প্রতিষ্ঠান, ধর্ম, বই ইত্যাদি। মূল্যবোধ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Value এটি গঠিত হয়েছে তিনটি ল্যাটিন শব্দের ব্যুৎপত্তিগত অর্থের ভিত্তিতে।
5/5 - (4 votes)
admin

Leave a Comment

x