Table of Contents
বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?
ㅤ
ㅤ
উত্তর:
ㅤ
১৯৯৪ সালে বিশ্বব্যাংকের Governance: The world Bank’s Experience Report অনুযায়ী সুশাসনের উপাদান চারটি। যথা: ১. সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, ২. জবাবদিহিতা, ৩. আইনি কাঠামো, ৪. স্বচ্ছতা, ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের ৪টি অঙ্কের কথা বলেছেন। যথা: ১. দায়িত্বশীলতা, ২. স্বচ্ছতা, ৩. আইনি কাঠামো, ৪. অংশগ্রহণ। বিশ্বব্যাংক (১৯৯৬ ২০০৮) দশকে ৬টি মাত্রার কথা উল্লেখ করেছে 1. বাক – স্বাধীনতা, ২. রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি, ৩. সরকারের কার্যকারিতা ৪. নিয়ন্ত্রণ নে. ৫. আইনের শাসন, ৬. দুর্নীতি।