Table of Contents
পদ্মা সেতু উদ্বোধন হয় কত সালের কত তারিখ ?
ক) ২৩ জুন ২০২২
খ) ২৫ জুন ২০২২
গ) ২২ জুন ২০২২
ঘ) ২৫ জুলাই ২০২২
ㅤ
উত্তর: খ) ২৫ জুন ২০২২
ㅤ
২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়।