তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে – ব্যখ্যা কর

1 min read

ব্যাখা করা হলো:

বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হলো তথ্য ও যোগাযোগ
প্রযুক্তিনির্ভর এমন একটি পরিবেশ, যেখানে দূরবর্তী
স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষই একটি
একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং
ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে
একে অপরকে সেবা প্রদান করে থাকে ।
তথ্য প্রযুক্তির বিস্তৃত ব্যবহারের কল্যাণে বিশ্বের যে
কোনো প্রান্ত থেকে মানুষ তার সকল প্রয়োজন ঘরে
বসেই অনায়াসে মিটিয়ে ফেলতে পারছে। মুহূর্তের মধ্যে
যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বানিজ্য, সামাজিক
যোগাযোগসহ প্রায় সকল ধরনের প্রয়োজনই ঘরে বসে
পূরণ করতে সক্ষম হচ্ছে বলেই সমগ্র বিশ্ব আজ হাতের
মুঠোয় এসেছে। আর এটা সম্ভব হয়েছে তথ্য ও
যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। তাই নির্দিধায় বলা যায়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিই বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে
এসেছে ।

বিশ্বগ্রাম কী?

বিশ্বগ্রাম : বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হলো তথ্য ও
যোগাযোগ প্রযুক্তিনির্ভর এমন একটি পরিবেশ, যেখানে
দূরবর্তী স্থানে অরস্থান করেও পৃথিবীর সকল মানুষই
একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং
একে অপরকে সেবা প্রদান করে থাকে।

বিশ্বগ্রামের গুরুত্বপূর্ণ কিছু সুবিধা লিখ :

বিশ্বগ্রামের গুরুত্বপূর্ণ কিছু সুবিধা নিম্নরূপ-
১. মহুর্তের মধ্যে বিশ্বের যে কোনো স্থানের যে কোনো
ব্যাক্তির সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে।
২. মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে।
৩. মানুষের কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পাচ্ছে।
৪. ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজ ও
দ্রুততর হচ্ছে।
৫. ঘরে বসেই সহজে উন্নত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা
পাওয়া যাচ্ছে।
৬. ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী কর্মসংস্থানের স্যাগ
তৈরি করা সম্ভব হচ্ছে।
৭. দূরত্ব অনুভূত হচ্ছে না অর্থাৎ ভৌগোলিক দূরত্ব কমে
যাচ্ছে।
৮. ব্যবস্থাপনা খরচ কমে যাচ্ছে।
৯. বিভিন্ন দেশ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যাচ্ছে।
১০. ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে
উপার্জন করা যাচ্ছে।

5/5 - (2 votes)
admin

Leave a Comment

x