জাতীয় বিশ্ববিদ্যালয়

সংস্কার ও বৈষম্য বিরোধী দাবীতে ৬ দফার ডাক জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের!

1 min read

নিজস্ব প্রতিবেদক — Tanvir Ahmed Shuvo

শিরোনাম: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের ৬ দফা দাবি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের সাধারণ শিক্ষার্থীরা অভ্যন্তরীণ বিষয়গুলোর সংস্কার ও সেশনজট নিরসনে ৬ দফা দাবি জানিয়েছেন। গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারক চিঠি প্রদানের মাধ্যমে তারা এই দাবিগুলো তুলে ধরেন। বাংলাদেশে ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সেশনজট ও বৈষম্যের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা তাদের শিক্ষাজীবনকে প্রভাবিত করছে।

ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরা সাধারণত তিন বছরের মধ্যে তাদের কোর্স শেষ করার আশা করেন, কিন্তু বাস্তবে তা অনেক সময়েই সম্ভব হয় না। সেশনজটের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে:

১. ভর্তিতে দেরি: ডিগ্রি পাস কোর্সের শিক্ষাবর্ষ শুরুতেই প্রায় এক বছর পিছিয়ে যায়, ফলে শিক্ষার্থীরা সময়মত কোর্স শেষ করতে পারেন না।

২. পরীক্ষার বিলম্ব: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে সময়মত পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা একই বর্ষে দীর্ঘদিন আটকে থাকেন।

৩. শিক্ষক ও পরীক্ষাগারের স্বল্পতা: অনেক কলেজে পর্যাপ্ত শিক্ষক ও পরীক্ষাগার না থাকায় নিয়মিত ক্লাস ও পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব হয় না।

৪. বৈষম্য: ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরা স্নাতক কোর্সের শিক্ষার্থীদের তুলনায় কম গুরুত্ব পান। এই কোর্সের শিক্ষার্থীরা অনেক সময়েই অবহেলিত বোধ করেন এবং তাদের শিক্ষার মান উন্নত করার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা পান না।

বৈষম্যের শিকার শিক্ষার্থীরা জানান, “দীর্ঘদিন যাবত সেশনজট ও বৈষম্যের শিকার হচ্ছি, এতে আমাদের শিক্ষাজীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে পিছিয়ে পড়ছি এবং আমরা তীব্র হতাশায় ভুগছি। এই সমস্যা থেকে উত্তরণে ডিগ্রি পাস কোর্স সংস্কার ও সেশনজট নিরসনের প্রয়োজন।”

শিক্ষার্থীদের দাবিকৃত সেশনজট ও সংস্কারের ৬ দফা:

১. ডিগ্রি তিন বছরের কোর্স তিন বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। যেসব সেশন আটকে আছে সেশনজট নিরসন না হওয়া পর্যন্ত প্রতি শিক্ষাবর্ষ ৬ মাস করতে হবে এবং দ্রুত পরীক্ষা নেওয়া।

২. ডিগ্রি পাস কোর্স, বিএ/বিএসএস/বিএসসি/বিবিএস সকল বিভাগের জন্য আলাদা আলাদা বিভাগীয় প্রধান, অফিস এবং স্থায়ী শ্রেণিকক্ষ প্রদান করতে হবে।

৩. অনার্সের ভর্তি বিজ্ঞপ্তির পর এক মাসের মধ্যেই ডিগ্রির (পাস) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার সাথে ডিগ্রি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা একই সময়ের মধ্যে নেওয়ার ব্যবস্থা করা।

৪. পরীক্ষার রুটিন দীর্ঘসময় ধরে না দিয়ে সময় নষ্ট না করা, অনার্স ও ডিগ্রির পরীক্ষার মানবণ্টন ও নম্বর একই রকম হওয়ায় পরীক্ষার সময় চার ঘণ্টা দেওয়া এবং পরীক্ষার শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা।

৫. বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা অ্যাকাডেমিক ও ক্রেডিট সম্পর্কিত নানা সমস্যার সম্মুখীন হয়, এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

৬. মাস্টার্স প্রিলিমিনারি পাস করলে সকল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির যোগ্য হবে মর্মে ঘোষণা করা এবং মাস্টার্সের সেশনজট নিরসন না হওয়া পর্যন্ত দুই বছরে মাস্টার্স কোর্স ১৬ মাসের মধ্যে শেষ করতে হবে এবং ফলাফল প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা জানান, স্বাধীন এই পুনর্জাগ্রত বাংলায় দ্রুতই ৬ দফা দাবি যথাযথ মূল্যায়ন করে দ্রুত বাস্তবায়ন করা হবে। তারা আশা করেন, ডিগ্রি পাস কোর্সকে বৈষম্য ও সেশনজট মুক্ত করে সংস্কার করা হবে।

5/5 - (6 votes)
admin

Leave a Comment

x