আন্তর্জাতিক

ডলারের অভাবে বাধ্য হয়ে ইলিশ রপ্তানি বাংলাদেশের!*— কটাক্ষ ভারতীয় গণমাধ্যমের।

1 min read


শিরোনাম: ডলারের অভাবে বাধ্য হয়ে ইলিশ রপ্তানি বাংলাদেশের!— কটাক্ষ ভারতীয় গণমাধ্যমের।

নিজস্ব প্রতিবেদক~ Tanvir Ahmed Shuvo.

গত ১৩ সেপ্টেম্বর প্রেস কনফারেন্সে এ মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন, ‘আমরা ক্ষমা চাই। কিন্তু, আমরা ইলিশ ভারতে যেতে দিতে পারি না। এটি একটি মূল্যবান মাছ। আমাদের দেশের মানুষ এই মাছ খেতে পান না। কারণ সমস্ত ভারতে এতদিন ভারতে রপ্তানি করা হত। বাকি যে মাছ থাকে তা আমাদের দেশের মানুষকে বেশি টাকায় কিনতে হয়।’ একইসঙ্গে তিনি বলেন, ‘আমরাও দুর্গাপুজো উদযাপন করি, আমাদের দেশের মানুষ এখানেও দুর্গাপুজো উপভোগ করতে পারে।’

প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপুজোর আগে শুভেচ্ছার বার্তা দিয়ে ভারত কয়েক হাজার টন ইলিশ পাঠাতেন। এর সমালোচনা করে ফরিদা আখতার বলেন, ‘এর দরকার ছিল না। তাঁর এটা করা উচিত হয়নি এবং শুধু ভারতের সঙ্গে সুসম্পর্কের স্বার্থে তিনি বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে আপোষ করেছেন।’
কিন্তু শেষ পর্যন্ত গত রবিবার প্রায় ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানিতে অনুমোদন দেয় বাংলাদেশ।

“”এরপর ই ভারতীয় গণমাধ্যমে শুরু হয় কটাক্ষ! “
বেশ,কয়েকটি গণমাধ্যমে তারা তুলে ধরেন:

যদিও এবার দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো নিয়ে রীতিমতো টালবাহানা চলেছে। শেখ হাসিনার আমলে গত কয়েক বছর ধরে নিয়ম করে পশ্চিমবঙ্গে ইলিশ পাঠাত বাংলাদেশ। কিন্তু এবার ইলিশ পাঠানো নিয়ে ‘গরম-গরম’ কথা শোনা যাচ্ছিল বাংলাদেশের একাধিক মহল থেকে। শেষপর্যন্ত গত রবিবার ইলিশ মাছ রপ্তানিতে অনুমোদন দেয় বাংলাদেশ।

আর তারপরেই বাস্তবটা সামনে আনেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিভিন্ন মহল থেকে ‘গরম-গরম’ কথা বলা হলেও আদতে নিজেদের স্বার্থেই ঢাকা যে ভারতে ইলিশ পাঠাচ্ছে, তা স্বীকার করে নেন তিনি। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রকের উপদেষ্টা জানান, ডলারের ভাঁড়ারের হাল খুব খারাপ। তাই ডলারের জন্য ভারতে ইলিশ পাঠানো হচ্ছে।””

এর মধ্যে আবার গত সোমবার ইলিশ রপ্তানি বন্ধ করার দাবি জানিয়ে নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশী আইনজীবী মাহমুদুল হাসান। বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি–রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রকের কাছে এই আইনি নোটিস পাঠানো হয়েছে। এই নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই নোটিশ মানা না হলে বাংলাদেশ হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী। মাহমুদুল জানান , ‘বাংলাদেশের রপ্তানি নীতি ২০২১-২৪ অনুযায়ী, ইলিশ মাছ মুক্ত ভাবে রপ্তানি যোগ্য মাছ নয়!। ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতির ঘটনায় ক্ষুব্ধ হয়ে এই আইনি নোটিশ তিনি পাঠিয়েছেন।

5/5 - (4 votes)
Tanvir Ahmed Shuvo

Leave a Comment

x