আন্তর্জাতিক নিউজ:
“সাঈদ আনোয়ার” অনেকের চোখে তিনি পাকিস্তান ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। অনেকেই তাঁর কাভার ড্রাইভের মতো সুন্দর শট ক্রিকেট মাঠে বিরল বলে মনে করেন। তবে তার খেলা ছেড়ে দেওয়ার পর পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটের সঙ্গে আর সেভাবে সংযুক্ত নেই। ইসলাম প্রসার ও ধর্মচর্চায় মন দিয়েছেন তিনি।
সাঈদ আনোয়ার সাধারণত প্রচারমাধ্যমের আড়ালে থাকলেও, তবে এবার তিনি শিরোনামে উঠে এসেছেন এক মন্তব্য করে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাঈদ আনোয়ারের এক ভিডিও অনেক ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছেন, নারীরা চাকরিতে ঢোকার কারণেই বিবাহবিচ্ছেদের হার বেড়ে গেছে। এবং এই মন্তব্য ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহাবা পাওয়ার পাশাপাশি তোপের মুখেও পড়েছেন সাঈদ আনোয়ার।
ভাইরাল ভিডিওটা সাম্প্রতিক নাকি পুরোনো সেটা দেখে বোঝার উপায় নেই, তবে সেটা ছড়িয়ে পড়েছে গত কয়েকদিনে। যেখানে সাবেক পাকিস্তানি ক্রিকেটার সাঈদ আনোয়ারকে বলতে দেখা যায়, ‘আমি পুরো দুনিয়া ঘুরেছি। মাত্রই অস্ট্রেলিয়া থেকে এসেছি, ইউরোপ ঘুরেছি। সেখানে তরুণরা ভুগছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ঘরে ঘরে দম্পতিরা ঝগড়ায় লিপ্ত। সব মিলিয়ে পরিস্থিতি এতই খারাপ যে নারীদের পয়সার জন্য কাজে নামিয়ে দিচ্ছে তারা!’
এমনকি নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার পেসার শন টেইটও তাঁর সঙ্গে একমত হয়েছেন বলে ভিডিওতে দাবি করেছেন সাঈদ আনোয়ার। ভিডিওতে তনি আরও বলেছেন, ‘আমাকে অস্ট্রেলিয়ার এক মেয়র বলছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, ‘তোমাদের এখানে এত ডিপ্রেশন কেন, ড্রাগস কেন, এত আত্মহত্যা কেন?’
অস্ট্রেলিয়ার মেয়র আমাকে বলেছেন, ‘যখন থেকে আমাদের নারীরা চাকরিতে ঢুকেছেন, তখন থেকেই আমাদের সংস্কৃতি শেষ হয়ে গেছে।’
নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন আমাকে জিজ্ঞেস করেছেন, ‘আমাদের একটু বলুন তো আমাদের এই পরিস্থিতি কীভাবে ভালো হতে পারে?’
এরপর ভিডিওতে নিজের দেশ পাকিস্তানের প্রসঙ্গ টেনে সাঈদ আনোয়ার বলেছেন, ‘পাকিস্তানে যখন থেকে নারীরা কর্মক্ষেত্রে ঢোকা শুরু করেছেন…গত তিন বছরেরই হিসাব অনুযায়ী, তালাকের হার ৩০ শতাংশ বেড়ে গেছে। স্ত্রীরা (তাঁদের স্বামীদের) বলে, “তুমি জাহান্নামে যাও, আমি নিজেই উপার্জন করতে পারি, নিজের ইচ্ছামতো সংসার চালাতে পারি।” এর সবটাই একটা গেইমপ্ল্যান। সঠিক দিকনির্দেশনা না পেলে আপনি এই পুরো গেইমপ্ল্যান উপলব্ধি করতে পারবেন না। আপনি তো অন্ধ হয়ে আছেন, সাপ না রশি সেটাই বুঝতে পারছেন না। হাতে ধরে বলছেন, কোথায় সাপ, আমার কাছে তো একই লাগছে…!’
Video:
#Viralvideo “I have travelled the world. I am just returning from Australia, Europe. Youngsters are suffering, families are in bad shape. Couples are fighting. The state of affairs is so bad that they have to make their women work for money,” It’s 2024 and Cricketer Saeed Anwar… pic.twitter.com/WOSepjWp7G
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) May 15, 2024
তবে এমন মন্তব্যের কারণে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহবার পাশাপাশি সমালোচনার মুখেও পড়ছেন সাঈদ আনোয়ার।
ইয়োগি নামের একজন লিখেছেন, ‘এই ধ্যানধারণার মানুষের ভাবনা বদলানো কঠিন। খুবই খারাপ লাগল। যদিও তাঁর সময়ের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন তিনি।’
অশোক কুমার নামে একজন লিখেছেন, ‘নারীদের প্রতি কী অবমাননাকর চিন্তাভাবনা! খুবই পশ্চাদমুখী চিন্তাভাবনা!’
মহসিন হায়দার নামে একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘সাবেক ক্রিকেটার ও মানুষের কাছে একজন পরিচিত মুখ হিসেবে সাঈদ আনোয়ারের উচিৎ তাঁর প্ল্যাটফর্মকে সহনশীলতা ও সার্বজনীনতার মন্ত্র ছড়াতে কাজে লাগানো, বিভেদ আর বিদ্বেষ ছড়াতে নয়। চলুন এসব গোঁড়ামি পরিহার করি, মানুষের বৈচিত্রকে মেনে নিই। পাশাপাশি ক্ষমতার জায়গাগুলোতে নারীবিদ্বেষীদের না রাখি।’
রাজেশ্বর পান্ডে নামের একজন লিখেছেন, ‘তো তিনি কী করতে চান? সেই শোষণের যুগে ফিরতে চান যেখানে মেয়েদের গণিমতের মাল ভাবা হতো? হ্যাঁ, বর্তমান এই পদ্ধতিতেও ভুল আছে, কিন্তু সেটাকে ঠিক করার চিন্তা করতে হবে, বাদ দেওয়ার নয়।’
উমের তারিক নামে একজন লিখেছেন, ‘শন টেইট আর কেইন উইলিয়ামসন নাকি তাঁর কাছে বলেছেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চাকরিজীবী নারীদের কারণে তালাকের হার বেড়ে গেছে, এরপর তাঁর কাছে সমাধানও চেয়েছে!’ লেখার পাশে ‘জোকার’ ইমোজি দিয়েছেন উমের। কেউ কেউ শ্লেষাত্মক ভঙ্গিতে লিখেছেন, শন টেইট নয়, আসলে নারীবিদ্বেষী মন্তব্যের জন্য বিতর্কিত ব্যক্তিত্ব অ্যান্ড্রু টেইটের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সাঈদ আনোয়ারের।
পাকিস্তানি সাংবাদিক গুলাম আব্বাস শাহ সাঈদ আনোয়ারের সমালোচনা করে লিখেছেন, ‘২০২৪ সাল চলছে, আর ক্রিকেটার সাঈদ আনোয়ার বলছেন মেয়েরা কর্মক্ষেত্রে ঢোকা নাকি সমাজকে ধ্বংস করার একটা গেইম প্ল্যান!’
সুত্র: আইটিভি বিডি.কম