News

যেভাবে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেল তুরস্কের ড্রোন

1 min read

ইরানের সাবেক প্রেসিডেন্ট ‌এব্রাহিম রাইসির হেলিকপ্টার রবিবার দুর্ঘটনার কবলে পড়েছে এমন খবর পাওয়ার পর, বেশ কয়েকটি অনুসন্ধানী ও উদ্ধারকারী দল দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির খোঁজে কয়েক ঘণ্টা ধরে বন ও পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালায়।

তবে বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাস্থল ও এর আশেপাশের দৃষ্টিসীমা মাত্র পাঁচ মিটারে নেমে আসায় উদ্ধারকারী দলগুলোকে ভীষণ অসুবিধায় পড়তে হয়।

ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রবিবার প্রেসিডেন্ট ‌এব্রাহিম আজারবাইজান ও ইরানের সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করে তার দেশের তাবরিজ শহরের দিকে ফিরছিলেন।

এ সময় পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সে সময় ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ আরও ছয় জন আরোহী ছিলেন।

উরানের কয়েক মিনিট পর, ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে হেলিকপ্টারটি জোলফায় বিধ্বস্ত হয়। ক্রাস ল্যান্ডিং এর খবর পেয়ে ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক, ইরাক ও আজারবাইজান এগিয়ে আসে এবং সম্মিলিতভাবে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-এর মতে, রেড ক্রিসেন্টের অপারেশন প্রধান রাজিয়া আলিশোন্দি বলেছেন যে খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি দলের এগিয়ে যেতে অনেক অসুবিধা হয়েছিল।

তিনি বলেন, অনুসন্ধান অভিযানে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা ছিল রীতিমতো অসম্ভব।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করে যে তারা ইরানের অনুরোধে রাইসির হেলিকপ্টার শনাক্ত করার জন্য কোপার্নিকাস নামে তাদের ম্যাপিং সার্ভিস চালু করেছে। কোপার্নিকাস সিস্টেম ‘স্যাটেলাইট ইমেজের’ মাধ্যমে ম্যাপিং করে থাকে।

গভীর রাতে, রেড ক্রিসেন্ট সদর দফতর থেকে ঘোষণা করা হয় যে তুরস্কের ড্রোন “হটস্পট” শনাক্ত করেছে। রেভল্যুশনারি গার্ডের একজন কমান্ডারও বিষয়টি নিশ্চিত করেন।

সুত্রঃ বিবিসি নিউজ

5/5 - (3 votes)
admin

Leave a Comment

x