News

ফিলিস্তিনকে স্বীকৃতি: ইউরোপীয় তিন দেশের পর নিজেদের অবস্থান জানাল ফ্রান্স

0 min read

ফ্রান্স জানিয়েছে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার শর্ত এখনো পূরণ হয়নি। দেশটি মনে করে এই বিষয়ে সিদ্ধান্ত প্রতীকী বা রাজনৈতিক অঙ্গীকারের চেয়ে বেশি কিছু হওয়া উচিত। খবর রয়টার্সের…

গতকাল (২২ মে) ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া নিয়ে নিজেদের এমন অবস্থানের কথা জানান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজর্ন। তার এমন মন্তব্যের আগে ইউরোপের তিন দেশ নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। দেশ তিনটি আগামী সপ্তাহে এই স্বীকৃতি দেবে। তবে ফ্রান্স যে এই তিন দেশের দেখানো পথে হাঁটবে না, নিজের বক্তব্যে সেটাই স্পষ্ট করলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

ফ্রান্সের প্যারিসে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজের সঙ্গে আলোচনার পর সেজোর্ন বলেন, ফ্রান্স মনে করে এই সিদ্ধান্তের জন্য শর্তগুলো পূরণ হয়নি। এটি কেবল একটি প্রতীকী ইস্যু বা রাজনৈতিক অবস্থানের প্রশ্ন নয়। দুই দেশের শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কূটনৈতিক হাতিয়ারও।

ফরাসি কূটনীতিকরা বলছেন, ফিলিস্তিনকে প্রতীকী স্বীকৃতি দেয়া হলে তা কোনো কাজে আসবে না, বিশেষ করে ইস*রায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র সমর্থিত রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি প্রকৃত গতি ছাড়া।

এর আগে বুধবার আগামী ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে । দেশগুলোর নেতারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য তাদের দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

সুত্র: চ্যানেল ২৪

5/5 - (9 votes)
admin

Leave a Comment

x