উক্তিটি বাংলাদেশের কবি “আবু সালেহ”- এর। এটি তাঁর জনপ্রিয় কবিতা “আজব স্বাধীনতা” থেকে নেওয়া। কবিতাটিতে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের বাস্তবতা ও সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে।
স্বাধীনতা মানে কি শুধু একটি ভূখণ্ডের মুক্তি? নাকি তা মানুষের চিন্তা, বাকস্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচারের নিশ্চয়তা? কবি আবু সালেহ তাঁর কবিতা “আজব স্বাধীনতা” -তে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চেয়েছেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের বাস্তবতা নিয়ে লেখা এই কবিতাটি আজও সমানভাবে প্রাসঙ্গিক।