তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

Query কত প্রকার এবং কি কি?

1 min read

Query কত প্রকার এবং কি কি?

ডেটাবেজ মাইক্রোসফট একসিসে সাধারণত পাঁচ ধরণের কুয়েরি করা যায়। যথা–

১. সিলেক্ট কুয়েরি (Select query)
২. প্যারামিটার কুয়েরি (Parameter query)
৩. ক্রশট্যাব কুয়েরি (Cross-tab query)
৪. এ্যাকশন কুয়েরি (Action query)
৫. এসকিউএল কুয়েরি (SQL query)

সিলেক্ট কুয়েরি (Select query) : ডেটাবেজের এক বা একাধিক টেবিল থেকে ডেটা রিট্রিভ করে এবং ফলাফল ডেটাশিটে প্রদর্শন করে। ডেটা গ্রুপ করা, যোগ, গড় এবং বিভিন্ন ধরণের টোটাল বের করার জন্য সিলেক্ট কুয়েরি ব্যবহার করা হয়।

প্যারামিটার কুয়েরি (Parameter query) : এক ধরণের সিলেক্ট কুয়েরি যা রাণ করার পূর্বে ইনপুট চায়। ইনপুটকৃত মানের উপর ভিত্তি করে কুয়েরি করে ফলাফল প্রদর্শিত হয়।

ক্রশট্যাব কুয়েরি (Cross-tab query) : রো হেডিং এবং কলাম হেডিং ব্যবহার করে যাতে একই সময়ে দুই ক্যাটেগরির ডেটা দেখা যায়।

এ্যাকশন কুয়েরি (Action query) : নতুন টেবিল তৈরি করা অথবা ডেটা যুক্ত করা, মুছে ফেলা অথবা পরিবর্তন করার জন্য এ্যাকশন কুয়েরি ব্যবহার করা হয়।

এসকিউএল কুয়েরি (SQL query) : Structured Query Language বা SQL এর মাধ্যমে স্টেটমেন্ট লিখে কুয়েরি করা হয়। এটি হলো কুয়েরি, আপডেট এবং রিলেশনাল ডেটাবেজ ব্যবস্থাপনা করার একটি এডভান্সড পদ্ধতি।

 

5/5 - (6 votes)
admin

Leave a Comment

x