Blog

বিদায় অনুষ্ঠানের কবিতা আবৃত্তি

স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা
1 min read

আজকের এই পোস্ট এ আমি এআই’এর সাহায্য নিয়ে কিছু ভালো বিদায়ী কবিতা লিখেছি যেগুলো আপনারা আপনাদের “স্কুলের বিদায় অনুষ্ঠানের কবিতা” অথবা “বিদায় অনুষ্ঠানের কবিতা আবৃত্তি” হিসেবে বলতে পারবেন। 

বিদায় অনুষ্ঠানের কবিতা ১

“বিদায়ের সুর”

বিদায়ের সুর বাজে হৃदयতলে,
আঁখিজলে ভাসে স্মৃতির গহনে।
এই আঙিনায় ছিলাম আমরা,
হাসি-কান্নায় কেটেছে দিন যেথা।

শিক্ষকের স্নেহ, বন্ধুর হাত,
সবই ছিল অমূল্য প্রাপ্তি।
বিদায় বেলা, মনে রাখো,
শত বাধা পেরিয়ে যাবে তুমি।

নতুন পথের নতুন ডাকে,
হাল ছেড়ো না, থেকো চেতনে।
এই বিদায় নয় চিরতরে,
স্মৃতি রবে অন্তরের কোণে।


বিদায় অনুষ্ঠানের কবিতা ২

“শিক্ষাঙ্গন বিদায়”

স্কুলের আঙিনা, সিঁড়ির ধাপে,
বন্ধুরা ছিল পাশে পাশে।
হাসি-গানে কেটেছে জীবন,
আজ বিদায়ের বিষাদ আসে।

শিক্ষকদের ভালোবাসা পেলে,
সত্য-পথের আলোক পেলাম।
আজকে যাবো দূর পৃথিবীতে,
তবু হৃদয়ে স্মৃতি রবে প্রিয় মম।

পথচলা যেন সফল হয়,
ভালোবাসা থাকুক অটুট।
এই বিদায় যেন হয় নতুন সূচনা,
স্বপ্নপথে চলার অভ্যুত্থান।


বিদায় অনুষ্ঠানের কবিতা ৩

“বিদায়, তবু দেখা হবে”

বিদায় বলি, তবু দেখা হবে,
স্মৃতির পাতায় রবে আলো জ্বলে।
এই প্রাঙ্গণে কাটলো জীবন,
তোমাদের সাথে, এই হৃদয় মেলে।

হাসি, খেলা, পড়ার বাঁধন,
মনে গেঁথে থাকবে চিরকাল।
বিদায় মানে নয় যে শেষ,
নতুন পথের নতুন কাল।

তোমরা থেকো আলো হয়ে,
জগত হবে তোমাদের আপন।
আমরা রইবো মনে-প্রাণে,
এই বন্ধনে চিরকাল বদ্ধ।


বিদায় অনুষ্ঠানের কবিতা ৪

“বিদায়ের ফুল”

বিদায়ের দিনে করেছ কি ভাবনা?
কত স্মৃতি পড়ে রবে এখানে।
হাজার সুখ, হাজার স্মৃতি,
হৃদয়ে থাকবে অবিচল থরে থরে।

শিক্ষকগণ দিলেন জ্ঞান,
সততার পথ দেখালেন তাঁরা।
আজ আমরা চলবো বহুদূর,
তবু স্মৃতি রবে আমাদের সাথা।

সফলতার পথে চলবো সবাই,
শপথ নিলাম আজকের দিনে।
বিদায় বন্ধু, বিদায় প্রাঙ্গণ,
স্মৃতির ছবি রবে হৃদয় কোণে।


বিদায় অনুষ্ঠানের কবিতা ৫

“বন্ধুত্বের শেষ দিন”

একসঙ্গে চলেছি কতো দিন,
পড়ার টেবিল, স্কুলের মাঠ।
আজ বিদায় বেলা এল বলে,
আঁখি জলে হৃদয় ভাসে।

বন্ধুরা যাবে, পথ আলাদা,
তবু হৃদয় রবে কাছাকাছি।
এই বন্ধন মুছবে না কভু,
স্মৃতির পাতায় থাকবো চিরকাল।

নতুন জীবনের নতুন পথে,
সফল হও সবাই প্রাণভরে।
বিদায় বলি, তবু জানি,
এ সম্পর্ক রবে চিরন্তনে।

শেষ কথা: পোস্ট টি ভালো লাগলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন। – ধন্যবাদ

4.8/5 - (19 votes)
admin

Leave a Comment