News

আট শিক্ষকের দাখিল মাদ্রাসায় মাত্র দুই জন পরীক্ষার্থী, তারাও ফেল!

1 min read

এবার চাঁপাইবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র দুই জন পরীক্ষার্থী। তারা দুইজনই করেছে ফেল। রবিবার (১২ মে ২০২৪) প্রকাশিত ফলাফলে এমন চিত্র দেখা যায়।

এবিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় এ প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাস নেন না। ফলে শিক্ষার্থীদের মান উন্নয়ন হয়ে ওঠেনি। উক্ত মাদ্রাসার এক শিক্ষার্থী জানায়, ‘করোনার সময় থেকে তাদের বজ্রনাথপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার মান তলানিতে। মাদ্রাসাটি এখনও এমপিওভুক্ত হয়নি। তাই মূলত এ মাদ্রাসাটির পড়ালেখার এমন অবস্থা। শিক্ষকরা ঠিকমতো ক্লাসে আসেন না। এজন্য কোনো শিক্ষার্থী এখানে ভর্তি হয় না।’ 

এদিকে বজ্রনাথপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেনটেন্ড এজাজুল হক বলেন, ‘এবারের দাখিল পরীক্ষায় বসার জন্য বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে ফরম পূরণ করেছিল মাত্র আট জন। তাদের মধ্য থেকে দুই জন অংশ নেয় দাখিল পরীক্ষায়। কিন্তু এবার তারা সবাই ফেল করেছে।’

এবারের পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত হয়নি। এখানে ৮ জন শিক্ষক আছেন, তাদের কেউই বেতন ভাতা পান না। যার কারণে তারা অন্য কোনো কাজ করে। এমনকি তারা ক্লাস নিতেও আগ্রহী নন।


এদিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ‘আমরা প্রতিষ্ঠানটিকে পর্যবেক্ষণে রাখার পাশাপাশি এবারের ফলাফল কেন এত খারাপ হলো অবশ্যই তা যাচাই-বাছাই করা হবে।’

তথ্য সুত্রঃ বিডি২৪রিপোর্ট ডট কম / bd 24 report. com

5/5 - (2 votes)
admin

Leave a Comment

x