News

বিমানবন্দরে যাত্রীর পরনের কাপড় পুড়িয়ে পাওয়া গেল প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ

1 min read

আজ শুক্রবার (১৭ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের (UAE) সারজা থেকে আসা এক যাত্রীর স্বর্ণ মেশানো জামা পুড়িয়ে ৪ কোটি ৬০ লাখ টাকা সমমূল্যের ৪.৪৬ কেজি স্বর্ণ
পাওয়া গেছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও
তদন্ত অধিদপ্তর। আটক যাত্রী মোহাম্মদ শহীদ মিয়া
নামে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকারের সই করা প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের
সারজা থেকে আসা এক যাত্রীর গতিবিধি দেখে
সন্দেহ হয় কর্মকর্তাদের। তাকে জিজ্ঞাসাবাদের
একপর্যায়ে তার পরনে থাকা পোশাকের
পরিমাণ অতিরিক্ত বলে মনে হয়। পরে তার
পোশাক খুলে স্ক্যান করা হয়। স্ক্যান করে
বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের অস্তিত্ব পান
কর্মকর্তারা।

পরে ওই যাত্রীর পরনে থাকা পোশাক পুড়িয়ে অপরিশোধিত ৪ হাজার ৪৬২ গ্রাম সোনা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা। জব্দ করা সোনা শুল্ক গুদামে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

সুত্র: ডিবিসি নিউজ

5/5 - (4 votes)
admin

Leave a Comment

x