News

সুধা রানী হাদিসের প্রভাষক পদে: যে ব্যাখ্যা দিলো NTRCA

0 min read

সম্প্রতি প্রকাশ হওয়া ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন সুধা রানী। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি । তবে হিন্দু ধর্মের অনুসারী হয়েও তিনি ‘হাদিস’ বিষয়ের প্রভাষক হতে পছন্দক্রম দিয়েছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় । এ বিষয়ে ব্যাপক তোলপাড় চলছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনেকেই সুধা রানীর “হাদিস” বিষয়ে প্রভাষক হিসেবে উত্তীর্ণ হওয়া নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দায়ী করছেন। যদিও এ বিষয়ে এনটিআরসিএ বলছে, প্রার্থী আবেদনের সময় পছন্দক্রমে যে বিষয় দিয়েছেন, সেই বিষয়ই তাকে দেওয়া হয়েছে। এখানে ভুল হলে থাকলে দায়ী প্রার্থী।

এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম সংবাদমাধ্যমকে জানান, সুধা রানীর বিষয়টি সামনে আসার পর আমরা তার আবেদন কপি যাচাই করে দেখি। তিনি আবেদনের সময় ‘বিষয় পছন্দ’ দিয়েছিলেন হাদিস বিষয়ে। তার আবেদন অনুযায়ী রেজাল্ট দেয়া হয়েছে। এটি প্রার্থীর ভুলের কারণে হয়েছে।

এ বিষয়ে সুধা রানীর স্বামী গোবিন্দ চন্দ্র জানান, কম্পিউটারের দোকান থেকে আবেদনটি করা হয়েছিল। সেখানেই ভুলটি করেছেন কম্পিউটার অপারেটর। এখন বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

জানা যায়, সুধা রানী রংপুরের একটি কেন্দ্রে ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন। তিনি দিনাজপুর বোর্ড থেকে ২০০৯ সালে মানবিক বিভাগে এসএসসি এবং ২০১১ সালে একই বোর্ড ও বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে ২০১৫ সালে স্নাতক এবং একই বিভাগ থেকে স্নাতকোত্তর ২০১৬ সালে পাস করেছেন।

সুত্র: আরটিভি

5/5 - (2 votes)
admin

Leave a Comment

x