সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদের জন্য ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রের কোম্পানি এবং ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে রাশিয়া।
গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২৩ মে) গ্রুপ অফ সেভেন (জি৭) দেশগুলোর শীর্ষ অর্থ কর্মকর্তাদের একটি বৈঠক চলাকালীন সময়ে রাশিয়া সরকারের আইনি পোর্টালে আদেশটি প্রকাশিত হয়। সেই বৈঠকে রুশ সম্পদ জব্দ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রাশিয়ার কোম্পানি এবং কেন্দ্রীয় ব্যাংক ও ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে সম্পত্তি বাজেয়াপ্ত করাকে অযৌক্তিক ঘোষণা করার জন্য রাশিয়ার আদালতে আবেদন করতে পারবে। আদালত সম্মত হলে, একটি সরকারী কমিশন ক্ষতিপূরণের প্রস্তাব দেবে যার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মালিকানাধীন সম্পত্তি বা রাশিয়ায় তাদের কোম্পানি, সিকিউরিটিজ এবং রাশিয়ার কোম্পানিতে তাদের শেয়ার অন্তর্ভুক্ত থাকতে পারে।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর ২৬ হাজার কোটি ডলার মূল্যের রুশ সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছিলো। কিন্তু ইউরোপীয় কর্মকর্তারা আইনি ও আর্থিক স্থিতিশীলতার উদ্বেগ উল্লেখ করে তাতে সম্মতি দেয়নি।
তবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিল মাসে ইউক্রেনীয়দের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুযোগ পুনর্নির্মাণ আইনে স্বাক্ষর করেন, যা প্রশাসনকে আমেরিকায় অবস্থিত রাশিয়ার প্রায় ৫০০ কোটি ডলার মূল্যের রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দেয়। আইনটি ইউক্রেন এবং অন্যান্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের একটি সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল।
সুত্র: চ্যানেল আই অনলাইন