News

নির্বাচনী প্রচরণার জন্য ‘মিম ম্যানেজার’ খুঁজছেন প্রেসিডেন্ট জো বাইডেন

0 min read

নির্বাচনী প্রচারণার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ডেপুটি কামালা হ্যারিসের দল একজন ‘মিম ম্যানেজার’ খুঁজছেন।

নির্বাচনী প্রচারনায় অনলাইন উপস্থিতি বাড়ানোর জন্য দলটি মিম তৈরিতে দক্ষ একজনকে খুঁজছেন। এই কাজের জন্য আকর্ষণীয় বেতন দেয়া হবে। শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে কাজের বিবরণ হিসেবে বলা হয়েছে, মিম ম্যানেজারের কাজ হবে পডকাস্টার, ডিজিটাল মিডিয়া কোম্পানি এবং বড় বড় মিম পেজের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং তা বজায় রাখা। এজন্য দেয়া হবে ৮৫ হাজার মার্কিন ডলার।

প্রসঙ্গত, ২০২০ সালে প্রখ্যাত সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার নির্বাচনী প্রচার কৌশল হিসেবে মিম পেজের আশ্রয় নিয়েছিলেন। ইনস্টাগ্রামে তার জন্য পেজটির নাম ছিল ফাকজেরি। যার প্রায় ১ কোটি ৭০ লাখ ফলোয়ার ছিল।

5/5 - (5 votes)
admin

Leave a Comment

x