পড়াশোনা

১ থেকে ১০০ পর্যন্ত বানান। বাংলা এক থেকে একশ সংখ্যা বানান

1 min read

১ থেকে ১০০ পর্যন্ত বানান

আমরা সবাই সাধারণত প্রাথমিক শিক্ষা গ্রহণের সময় সংখ্যার বাংলা বানান শিখে থাকি। সময়ের সাথে সাথে সংখ্যার বাংলা বানান নিয়মিত ব্যাবহার না করায় আমরা আমরা এক দুই বানান ভুলে যাই। তাই আজকে আমরা চেষ্টা করেছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত পাঠ্যপুস্তক থেকে সংখ্যার নির্ভুল বানান আপনাদের সামনে তুলে ধরার জন্য । নিচে সারিবদ্ধভাবে ১ থেকে একশ বানান তুলে ধরা হয়েছে । নিচে এক দুই বানান ১০০ পর্যন্ত সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণ নির্ভুল বানান আপনাদের সামনে তুলে ধরা হয়েছে (যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের অবগত করবেন)।

  • ১ = এক
  • ২ = দুই
  • ৩ = তিন
  • ৪ = চার 
  • ৫ = পাঁচ 
  • ৬ = ছয়
  • ৭ = সাত
  • ৮ = আট
  • ৯ = নয়
  • ১০ = দশ
  • ১১ = এগারো 
  • ১২ = বারো 
  • ১৩ = তেরো 
  • ১৪ = চৌদ্দ 
  • ১৫ = পনেরো 
  • ১৬ = ষোলো 
  • ১৭ = সতেরো
  • ১৮ = আঠারো 
  • ১৯ = ঊনিশ
  • ২০ = বিশ
  • ২১ = একুশ 
  • ২২ = বাইশ
  • ২৩ = তেইশ
  • ২৪ = চব্বিশ
  •  ২৫ = পঁচিশ
  • ২৬ = ছাব্বিশ
  • ২৭ = সাতাশ 
  • ২৮ = আটাশ 
  • ২৯ = ঊনত্রিশ
  • ৩০ = ত্রিশ
  • ৩১ = একত্রিশ
  • ৩২ = বত্রিশ
  • ৩৩ = তেত্রিশ
  • ৩৪ = চৌত্রিশ
  • ৩৫ = পঁয়ত্রিশ  
  • ৩৬ = ছত্রিশ
  • ৩৭ = সাঁইত্রিশ
  • ৩৮ = আটত্রিশ 
  • ৩৯ = ঊনচল্লিশ
  • ৪০ = চল্লিশ
  • ৪১ = একচল্লিশ
  • ৪২ = বিয়াল্লিশ
  • ৪৩ = তেতাল্লিশ
  • ৪৪ = চুয়াল্লিশ
  • ৪৫= পঁয়তাল্লিশ
  • ৪৬ = ছেচল্লিশ
  • ৪৭ = সাতচল্লিশ
  • ৪৮ = আটচল্লিশ
  • ৪৯ = ঊনপঞ্চাশ
  • ৫০ = পঞ্চাশ
  • ৫১ = একান্ন
  • ৫২ = বান্ন
  • ৫৩ = তিপ্পান্ন
  • ৫৪ = চুয়ান্ন
  • ৫৫ = পঞ্চান্ন
  • ৫৬ = ছাপ্পান্ন
  • ৫৭ = সাতান্ন
  • ৫৮ = আটান্ন
  • ৫৯ = ঊনষাট
  • ৬০ = ষাট
  • ৬১ = একষট্টি
  • ৬২ = বাষট্টি
  • ৬৩ = তেষট্টি
  • ৬৪ = চৌষট্টি
  • ৬৫ = পঁয়ষট্টি
  • ৬৬ = ছেষট্টি
  • ৬৭ = সাতষট্টি
  • ৬৮ = আটষট্টি
  • ৬৯ = ঊনসত্তর
  • ৭০ = সত্তর
  • ৭১ = একাত্তর
  • ৭২ = বাহাত্তর
  • ৭৩ = তিহাত্তর
  • ৭৪ = চুয়াত্তর
  • ৭৫ = পঁচাত্তর
  • ৭৬ = ছিয়াত্তর
  • ৭৭ = সাতাত্তর
  • ৭৮ = আটাত্তর
  • ৭৯ = ঊনআশি
  • ৮০ = আশি
  • ৮১ = একাশি
  • ৮২ = বিরাশি
  • ৮৩ = তিরাশি
  • ৮৪ = চুরাশি
  • ৮৫ = পঁচাশি
  • ৮৬ = ছিয়াশি
  • ৮৭ = সাতাশি
  • ৮৮ = আটাশি
  • ৮৯ = ঊননব্বই
  • ৯০ = নব্বই 
  • ৯১ = একানব্বই
  • ৯২ = বিরানব্বই
  • ৯৩ = তিরানব্বই
  • ৯৪ = চুরানব্বই
  • ৯৫= পঁচানব্বই
  • ৯৬ = ছিয়ানব্বই
  • ৯৭ = সাতানব্বই
  • ৯৮ = আটানব্বই
  • ৯৯ = নিরানব্বই
  • ১০০ = একশত

বাংলা এক থেকে একশ সংখ্যা বানান

নিচে পিডিএফ লিংক থেকে বাংলা এক থেকে একশত বানান দেখে নিন:

https://drive.google.com/file/d/18ZGxnbLE5d3D8DbFGW_bMehO5CvMlGai/preview?

আশাকরি আমাদের এই পোস্ট টি আপনাদের উপকারে এসেছে 🙂

4.7/5 - (4 votes)
admin

Leave a Comment

x