News

ছিন-তাইকারীকে ট্রাফিক পুলিশের ধাওয়া, ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা ফিরে পেলেন ব্যবসায়ী

1 min read

নিউজ:

মনিরুল হক নামে এক ব্যবসায়ীর পকেট থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে ছি*নতাইকারী কে ধরতে ধাওয়া করেন ঘটনাস্থলে উপস্থিত থাকা ট্রাফিক পুলিশের সদস্য এএসআই নুর ইসলাম। আর এতে পুলিশের কাছে ধরা পড়ার ভয়ে ছি*নতাই করা টাকা ফেলেই পালিয়ে যায় ওই ছিনতাইকারী।

ঢাকার কারওয়ানবাজারে ট্রাফিক পুলিশ সদস্য নুর ইসলামের তাৎক্ষণিক এমন তৎপরতায় ছি*নতাই হওয়া নিজের ৫০ হাজার টাকা ফেরত পেয়েছেন মনিরুল।

গতকাল বুধবার (১৫ মে ২০২৪) কারওয়ানবাজার সোনারগাঁও ক্রসিংয়ে ভুক্তভোগী বাসে ওঠার সময় পকেট থেকে টাকা ছি*নতাই করে পালাতে গেলে এ ঘটনা ঘটে।

তেজগাঁও ট্রাফিক জোনের এএসআই নুর ইসলামের এমন এক তৎপরতায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. মনিরুল হক ফিরে পেয়েছেন ৫০ হাজার টাকা।

নিজের টাকা ফেরত পেয়ে মনিরুল হক এএসআই নূর ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি ধন্যবাদ দিয়েছেন ডিএমপি তথা পুলিশ বাহিনীকে।  

তথ্য সুত্র: বাংলা নিউজ ২৪.কম

5/5 - (4 votes)
admin

Leave a Comment

x